ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘বৃহন্নলা’র চার খবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
‘বৃহন্নলা’র চার খবর

মুরাদ পারভেজের চলচ্চিত্র ‘বৃহন্নলা’ মুক্তি পেয়েছিলো গত বছরের ১৯ সেপ্টেম্বর। মুক্তির আগে থেকেই ছবিটি বিভিন্নভাবে খবরের শিরোনামে ছিলো।

মুক্তির পরও তা থেমে নেই। উৎসবে অংশগ্রহণ, প্রদর্শনী, ডিভিডি প্রকাশ-সবমিলিয়ে চারটি নতুন খবর এনেছে ‘বৃহন্নলা’।

জানা গেছে, ‘বৃহন্নলা’ যাচ্ছে সিলেটে। চারদিন ধরে শহরের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছবিটি দেখানো হবে। ২৯, ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট- এ চারদিনে ছবিটির মোট ১৬টি প্রদর্শনী হবে।

এ ছাড়া এবারের ঈদ আয়োজনে এটিএন বাংলা প্রচার করবে ছবিটি। ঈদের চতুর্থ দিন চ্যানেলটিতে প্রথমবারের মতো টিভি পর্দায় দেখা যাবে ‘বৃহন্নলা’। দেখা যাবে ডিভিডিতেও। ঈদ উপলক্ষে ‘বৃহন্নলা’ ডিভিডি আকারে বাজারে আনছে লেজার ভিশন।

এদিকে ইতালির ‘অ্যা ফিল্ম ফর পিচ ফেস্টিভ্যাল-২০১৫’র প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। বিশ্বের ২৫টি দেশ থেকে উৎসবে জমা পড়েছিলো ৭৩টি চলচ্চিত্র। ‘বৃহন্নলা’সহ মনোনীত হয়েছে ৩০টি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শীর্ষ দুই ছবির মধ্যে এটিও একটি। তাই প্রথম বা দ্বিতীয় হওয়া নিশ্চিত।

সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, দিলারা জামান, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, মানস বন্দ্যোপাধ্যায়, কেএস ফিরোজ প্রমুখ। ‘বৃহন্নলা’র পোশাক পরিকল্পনা করেছেন সোহানা সাবা।

বাংলাদেশ সময় : ১২৪১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।