ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মেয়েকে খুঁজে দিতে আমিরের আহ্বান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
মেয়েকে খুঁজে দিতে আমিরের আহ্বান আমির খান

গান গাইতে পারেন, এমন ১২ থেকে ১৭ বছর বয়সী মেয়ে খুঁজছেন আমির খান। এজন্য গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজের অনুসারীদের কাছে সহযোগিতা চেয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

তার এই খোঁজাখুঁজির খবর ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানের আগামী ছবিতে কাজ করার সুযোগ পাবে ওই মেয়ে। তিনি লিখেছেন, ‘খবরটা ছড়িয়ে দিতে আপনাদের সাহায্য দরকার। ’ তিনি আরও বলেন, ‘নিজের পছন্দমতো হিন্দি গান রেকর্ড করে, সংক্ষেপে নিজের পরিচয় লিখে, অভিভাবকের স্বাক্ষর নিয়ে আমার প্রতিষ্ঠানের ই-মেইলে পাঠিয়ে দিতে হবে। ’

নাম চূড়ান্ত না হওয়া ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন অদ্বৈত চৌহান ও আমিরের স্ত্রী কিরণ রাও। এর সংগীত পরিচালনার জন্য ইতিমধ্যে এআর রহমানের সঙ্গে কথা পাকা করেছেন আমির।

এর আগে আমিরের প্রযোজনায় কাজ করে তারকা হয়েছেন দারশিল সাফারি (তারে জমিন পার), ইমরান খান (জানে তু ইয়া জানে না) এবং প্রতীক বাব্বর (ধোবি ঘাত)।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।