ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তরুণদের নিয়ে ‘বাংলাদেশি গ্ল্যাডিয়েটর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
তরুণদের নিয়ে ‘বাংলাদেশি গ্ল্যাডিয়েটর’

চারপাশে তারুণ্যের জয়গান। আর সাহসী তরুণদের কাছে অসম্ভব বলে কিছু নেই।

তেমন কয়েকজন তরুণের অংশগ্রহণে তৈরি হলো রোমাঞ্চকর গেম শো ‘বাংলাদেশি গ্ল্যাডিয়েটর’।

কয়েক’শ অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ-তরুণী থেকে বাছাই করে মূল পর্বের জন্য ১০ জন তরুণ-তরুণী নিয়ে পাঁচটি গ্রুপ করা হয়। তারা অংশ নিয়েছেন রোমাঞ্চকর কয়েকটি খেলায়। নিজের সেরাটা দিয়েই তাদেরকে উতরাতে হয়েছে।   বিজয়ী হওয়ার জন্য একে অন্যের সঙ্গে লড়েছে তরুণরা। শেষ পর্যন্ত লড়াই করে টিকে থাকা সর্বশেষ প্রতিযোগী পেয়েছেন বিজয়ের খেতাব।  

অনুষ্ঠানটির কাজ করতে গিয়ে অনেক মজার ঘটনা ঘটেছে জানিয়ে এর প্রযোজক খন্দকার শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি ধাপ ছিলো রোমাঞ্চকর। প্রতি মুহূর্তে প্রতিযোগীরা নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আর বিজয়ীরা পেয়েছে উপহার। ’

ঈদের দিন হতে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘বাংলাদেশি গ্ল্যাডিয়েটর’। উপস্থাপনায় সাফায়াত মাহমুদ ফুয়াদ।

বাংলাদেশ সময় : ১৭৪৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
এসআইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।