ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে কন্সট্যান্টের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
ঈদে কন্সট্যান্টের গান

রক ঘরানার ব্যান্ড কন্সট্যান্টের জন্ম ২০০৫ সালে। গত বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে তাদের বের করা‘স্বপ্নমিছিল’ শিরোনামের একটি গান শ্রোতামহলে প্রশংসিত হয়।

এরপর ‘আমাদের ৭১’-এ স্থান পেয়েছে তাদের ‘স্বাধীনতা’ শিরোনামের গান।

এবার আরেকটি মিশ্র অ্যালবামে বেরিয়েছে তাদের দুটি গান। ‘ক্ষমা’ এবং ‘অস্থির অনুভূতি’। ঈদ উপলক্ষে ‘চতুর্ভুজ’ নামে অ্যালবামটি আগামী ১২ জুলাই বাজারে আনছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান দূরবীন এন্টারটেইনমেন্ট।

ব্যান্ডের সদস্য আহম্মদ মোস্তফা আকিক বলেন, ‘এতোদিন এ গান দুটি আমরা মঞ্চ, টিভি ও এফএম রেডিওর অনুষ্ঠানে পরিবেশন করেছি। শ্রোতাদের অনুরোধে এবার গান দুটি অ্যালবামের জন্য দিলাম। এর মধ্যে একটি গান ব্যান্ডের শুরুর সময় অর্থাৎ ১০ বছর আগে সুর করা। ’

কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপ:  জীবন (লিড গিটার),  রাব্বি (ড্রামস ও কণ্ঠ), ইমন (মূল কণ্ঠ), আকিক (বেজ/রিদম), শোভন (কিবোর্ড)।



বাংলাদেশ সময় : ১৪১৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।