ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অপির সঙ্গে মুসা ইব্রাহীমের অভিনয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
অপির সঙ্গে মুসা ইব্রাহীমের অভিনয় মুসা ইব্রাহীম ও অপি করিম

মুসা ইব্রাহীম পর্বতে চড়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেছেন মাউন্ট এভারেস্ট।

সেই মুসা এবার এলেন অভিনয়ে। শামীম শাহেদের পরিচালনায় ‘হঠাৎ প্রিয়তমা’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে। সঙ্গে আছেন অপি করিম।

গতকাল বুধবার (৮ জুলাই) থেকে গাজীপুর শ্রীপুরের মাওনায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। চারদিন ধরে ওখানেই এর দৃশ্যধারণ হবে। ‘হঠাৎ প্রিয়তমা’র চিত্রনাট্য লিখেছেন আনিসুল হক।

নাটকটিতে মুসা ইব্রাহীম আছেন রিমন চরিত্রে। ছেলেটি আলোকচিত্রী। বনে-জঙ্গলে খুঁজে বেড়ায় পাখি। তোলে ছবি। এভাবেই দেখা অপি করিমের সঙ্গে। অপির চরিত্রের নাম অর্চি। শামীম শাহেদ জানালেন, অর্চি আসলে অশরীরী।

শামীম শাহেদ বাংলানিউজকে বলেন, ‘মুসা এবারই প্রথম অভিনয় করছেন। তাকে নিয়ে কাজটি করতে পেরে ভালো লাগছে। গল্পে তার মতোই একজনকে প্রয়োজন ছিলো। ’

‘হঠাৎ প্রিয়তমা’ ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।



বাংলাদেশ সময় : ১৭২৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।