ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকা সফরে অজয়-আরতি-ফকিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
ঢাকা সফরে অজয়-আরতি-ফকিরা (বাঁ থেকে) অজয় চক্রবর্তী ও আরতি মুখোপাধ্যায়

অজয় চক্রবর্তী ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীত শিল্পী ও সংগীত পরিচালক। উপমহাদেশের বরেণ্য শিক্ষাগুরু তিনি।

তার নাম নিতে গেলে তাই আগে ‘পন্ডিত’ শব্দটি উল্লেখ করেন সকলে।

অন্যদিকে আরতি মুখোপাধ্যায়কে তো চেনে কমবেশি সবাই। তার ‘তখন তোমার একুশ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়’ গানটি শোনেননি, এমন লোক পাওয়াই যাবে না বলতে গেলে!

আর সাম্প্রতিক সময়ে যারা ব্যান্ডের শ্রোতা, তাদের কাছে  ‘ফকিরা’ খুবই পরিচিত নাম। লোকগানকে রকের ছাঁচে ফেলে, ফকিরা অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠা ব্যান্ড।

এই তিন আকর্ষণ আসছেন বাংলাদেশে। রোজার ঈদে দেশ টিভির ‘কলের গান’ অনুষ্ঠানে সরাসরি গান শোনাবেন তারা। ১৯ জুলাই অজয় চক্রবর্তী, ২১ জুলাই আরতি মুখোপাধ্যায় আর ২৩ জুলাই থাকছে ফকিরা ব্যান্ডের পরিবেশনা। প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘কলের গান’।



বাংলাদেশ সময় : ২০২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।