ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে শতাধিক অ্যালবাম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
একসঙ্গে শতাধিক অ্যালবাম! ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উৎসবকে রাঙিয়ে তুলতে প্রতিবারের মতো এবার ও জি-সিরিজ আর অগ্নিবীণা প্রকাশ করেছে শতাধিক নতুন অ্যালবাম। এর মধ্যে রয়েছে একক, মিশ্র, ব্যান্ড, বাংলা ছবির গানের অ্যালবাম, নাটকের অ্যালবাম, মিউজিক ভিডিওর অ্যালবাম, ইসলামিক হামদ-নাত, গজল।

আজ শনিবার (১১ জুলাই) রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় এগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এখানে ছিলেন সংগীতশিল্পী ও সুরকার, গীতিকারসহ কলাকুশলীরা।

অ্যালবামগুলোর মধ্যে রয়েছে আর্টসেল ব্যান্ডের ‘আর্টসেল’, অবসকিউর ব্যান্ডের ‘মাঝ রাতের চাঁদ’, গাছ ব্যান্ডের ‘গাছের কান্ড’, প্রিন্স মাহমুদের সুর-সংগীতে মিশ্র অ্যালবাম ‘খেয়াল পোকা’, সানী জোবায়েরের ‘চাঁদের সরোবরে’, মিলার ‘আনসেন্সরড’, তপুর ‘দেখা হবে বলে’, হাসান চৌধুরীর ‘তোমার অপেক্ষায়’, এফএ সুমনের ‘জানরে তুই, রাজিবের ‘ভালোবাসবি রে তুই’, কিশোর পলাশের ‘দয়াল’, সাজুর ‘সরল মনে’, অভীর ‘কোথা হতে এলে’, ইভার ‘মেঘেরা’, নির্ঝর চৌধুরীর ‘চন্দ্রমুখ কুহক মায়া’, ঝিনুকের ‘মেঘলা মনে’, নাহিদ নাজিয়ার ‘প্রেমের জোয়ারে’, ফকির সিরাজির মিশ্র অ্যালবাম ‘বদলে গেলো বাংলাদেশ’, মিনারের ‘আহা রে’, পারভীন সুলতানার ‘তোমার লাগিয়া রে’, বিপুলের ‘আমি তোমার কি হই’, সিনথিয়ার ‘তোমাকে ভুলিনি’, এহসান রাহীর দ্বিতীয় অ্যালবাম ‘এহসান রাহি-২’,

ফিরোজা বেগম স্মরণে সুস্মিতা আনিসের অ্যালবাম ‘সাউন্ড অব সিজন’, নোশীন লায়লার নজরুলসংগীতের অ্যালবাম ‘সেদিন নিশীথে’, অভি মোস্তাফিজের নজরুলসংগীতের অ্যালবাম ‘প্রিয়া এসো হে রানী’, শ্রেয়া গুহঠাকুরতা ও নুরুল ইসলামের রবীন্দ্রসংগীতেরঅ্যালবাম ‘আজি এ বসন্তে’। ইসলামিক সংগীতের মধ্যে আছে ‘আলোর পথে’, ‘নন্দন আমিনার’, মোহাম্মদ খালেদ হোসেনের ‘যাবি কে মদিনায়’।

এ ছাড়া রয়েছে নির্ঝর চৌধুরীর মিশ্র অ্যালবাম ‘বিশ্বসাথে যোগ’, রাসেল সুর-সংগীতে ‘ক্যাকটাস’ (সজীব, মুন, পুতুল), ডলারের ‘ধ্বংসলীলা’, জেমীর ‘দুই অক্ষরের প্রেম’, ইমরানের ‘ফ্রেন্ডমিক্সড’, বিপ্লব দে’র ‘জানা হলো না’, আরডি হিল্লোলের মিশ্র অ্যালবাম ‘মন তোমায় চায়’, প্রিন্স হায়দারের ‘সহজ কথা’, রাজন সাহার সুরে মিশ্র অ্যালবাম ‘প্রেম প্রজাপতি’, ব্যান্ড মিশ্র অ্যালবাম ‘রায়োটাস-১৪’।

কয়েকটি বাংলা ছবির গানের অ্যালবামও বেরিয়েছে। এগুলো হলো ‘পদ্ম পাতার জল’, ‘ইউ-টার্ন’, ‘হিটম্যান’ ও ‘আমার চ্যালেঞ্জ’। এ ছাড়া বাংলা ছবিও প্রকাশিত হয়েছে একডজন। এ তালিকায় আছে ‘৭১-এর গেরিলা’, ‘জটিল প্রেম’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘কি প্রেম দেখাইলা’, ‘কখনও ভুলে যেও না’, ‘লাভ স্টেশন’, ‘সর্বনাশা ইয়াবা’, ‘এইতো প্রেম’, ‘ডেয়ারিং লাভার’।

জি-সিরিজের স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘উৎসব ঘিরে আমরা সবসময়ই বড়সড় আয়োজন করি। ঈদকে ঘিরে নাটক, ছবি ও অডিও মিলিয়ে প্রায় শতাধিক অ্যালবাম উপহার দিচ্ছি। প্রতিবারের মতো এবারও নবীন এবং প্রবীণদের অ্যালবাম এনেছি। আশা করি, এগুলো শ্রোতাদের ঈদ আয়োজনকে আরও বাড়িয়ে দেবে। ’



বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।