ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

যে পাখি ঘর বোঝে না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
যে পাখি ঘর বোঝে না

ধ্রুব গুহ সংগীতাঙ্গনে অপরিচিত নন। চলতি বছরের প্রথম দিন ইউটিউবে মুক্তি পায় তার গাওয়া ‘শুধু তোমার জন্য’ গানের ভিডিও।

এবার তিনি গাইলেন ‘যে পাখি ঘর বোঝে না’। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

গত ৮ থেকে ১১ জুলাই বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন স্থানে এর চিত্রায়ণ। এতে মডেল হয়েছেন তারিক ও ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ তারকা তারিন। ঈদের আগের দিন বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইউটিউবে মুক্তি পাবে গানটি। এর কথা লিখেছেন প্লাবন কোরেশী,  সংগীতায়োজনে তরিক।
 
এ প্রসঙ্গে ধ্রুব বলেন, ‘এটি শুধু তোমার জন্য অ্যালবামের আরেকটি গান। মিউজিক ভিডিওর প্রতি মানুষের আলাদা আগ্রহ আছে। তাই যে পাখি ঘর বোঝেনা গানের মিউজিক ভিডিও তৈরি করেছি। ’



বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।