ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আর কবিতা পড়বেন না শিমুল মুস্তাফা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আর কবিতা পড়বেন না শিমুল মুস্তাফা!

যারা কবিতা ভালোবাসেন, তারা ভালোবাসেন শিমুল মুস্তাফাকেও। দীর্ঘ সময় ধরে কবিতার সঙ্গে আছেন তিনি।

তার দরাজ কণ্ঠের আবৃত্তি যেন কবিতাকে প্রাণ দেয়! সেই শিমুল মুস্তাফা এবার ঘোষণা দিলেন, ‘আমি আর কখনও কবিতা পড়বো না’।

তার এই কবিতা না পড়ার সিদ্ধান্ত আসলে প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে। হয় গত ৯ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু রাজনের ওপর বর্বর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। তার হত্যাকারীদের বিচারের দাবিতে শিমুল মুস্তাফার এই প্রতিবাদ। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে ফেসবুকে এই ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘আমার প্রতিবাদটুকু আমি করলাম। কবিতা অসভ্য জাতির জন্য নয়’।

রাজন হত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো দেশ। এই ঘটনার প্রতিবাদে শিমুল মুস্তাফা এগিয়ে এসেছেন নিজের মতো করে। আশির দশকের গোড়ার দিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে বলিষ্ঠভাবে জড়িয়ে পড়া এ বাচিকশিল্পী পরবর্তীতে কবিতাকেই প্রতিবাদের হাতিয়ার করেছেন।

রাজনের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আবৃত্তি করবেন না শিমুল মুস্তাফা। তার ভাষায়, ‘আমি আর কখনও কবিতা পড়বো না, এই বর্বর প্রাণীদের বিচার না হওয়া পর্যন্ত। এই কসাইখানা আমার দেশ না। ’

বাংলাদেশ সময় : ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।