ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

টিকিট ছাড়াই ‘অল্প অল্প প্রেমের গল্প’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
টিকিট ছাড়াই ‘অল্প অল্প প্রেমের গল্প’ ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে শখ ও নিলয়

নিলয়-শখের প্রথম ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমা হলে এসেছিলো গত বছরের ২৯ আগস্ট। ভালো ব্যবসার পাশাপাশি প্রশংসিতও হয়েছে।

তখন যারা ছবিটি দেখতে হল পর্যন্ত যাওয়ার সময় করে উঠতে পারেননি, তারা ঈদের অবসরে দেখে নিতে পারেন। ঘরে শুয়ে-বসে এবং বিনা টিকিটে।

‘অল্প অল্প প্রেমের গল্প’ প্রথমবারের মতো টিভিতে প্রচার হতে যাচ্ছে। ঈদের পরদিন ছবিটির টিভি প্রিমিয়ার করবে জিটিভি। যারা ভাবছেন, টিভিতে সিনেমা দেখা মানে বিজ্ঞাপনের ঝঞ্ঝাট! তাদের জন্য আনন্দের খবর হচ্ছে, পুরো ছবিটির মধ্যে মাত্র একবারই বিজ্ঞাপন প্রচার হবে। ‘ওয়ান ব্রেক মুভি’ হিসেবেই ছবিটি টিভি পর্দায় নিয়ে আসছে মোবাইল প্রতিষ্ঠান এয়ারটেল।

‘অল্প অল্প প্রেমের গল্প’ পরিচালনা করেছেন সানিয়াত। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, হৃদি প্রমুখ। জিটিভিতে ঈদের পরদিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে ছবিটি।

বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।