ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আইএস জঙ্গিদের বিরুদ্ধে র‌্যাম্বো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আইএস জঙ্গিদের বিরুদ্ধে র‌্যাম্বো! সিলভেস্টার স্ট্যালোন

আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়বেন রূপালি পর্দার নায়ক র‌্যাম্বো। হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন।

শুধু তা-ই নয়, জঙ্গীদের ঘাঁটির কাছাকাছি এর দৃশ্যধারণের পরিকল্পনা করেছেন তিনি।

ইরাক ও সিরিয়ার কিছু অংশে আইএস জঙ্গীদের মূল ঘাঁটি। ‘র‌্যাম্বো ফাইভ : লাস্ট ব্লাড’ নামের ছবিটির কাজ সেসব জায়গায় করার ইচ্ছা স্ট্যালোনের। তাই নিজের দলবল নিয়ে সেখানে গেছেন ৬৯ বছর বয়সী এই তারকা। দর্শকদেরকে বাস্তবিক অভিজ্ঞতা দিতেই এই পরিকল্পনা তার।

এ নিয়ে পঞ্চমবারের মতো জন র‌্যাম্বো চরিত্রে অভিনয় করবেন স্ট্যালোন। সিরিজের আগের কিস্তিগুলোতে ভিয়েতনাম, থাইল্যান্ড, বার্মা ও আফগানিস্তানের মতো দেশের অস্থির পরিস্থিতি সামলাতে দেখা গেছে তাকে। সর্বশেষ ২০০৮ সালে মুক্তি পায় চতুর্থ পর্ব। নতুন ছবির গল্প লেখার পাশাপাশি পরিচালনাও করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।