ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সুপ্রিয়া দেবীকে ডেকে এনে ‘উত্তম গান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
সুপ্রিয়া দেবীকে ডেকে এনে ‘উত্তম গান’

মহানায়ক উত্তম কুমারের ঠোঁট মেলানো জনপ্রিয় কিছু গান নিয়ে তৈরি হলো ঈদ অনুষ্ঠান। ‘উত্তম গান’ নামের এই আয়োজনের মূল পরিকল্পনা করেছেন ফরিদুর রেজা সাগর, পরিচালনায় শাইখ সিরাজ।

এ অনুষ্ঠানের জন্য কলকাতা থেকে উত্তম কুমারের নায়িকা সুপ্রিয়া দেবীকে আমন্ত্রণ জানানো হয়।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তিনি সুপ্রিয়া দেবীর সঙ্গে নানা বিষয়ে বৈঠকী আড্ডা দিয়েছেন।

আড্ডার ফাঁকে ফাঁকে উত্তম কুমারের ছবির গানগুলো পরিবেশন করেছেন এ দেশের কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, রফিকুল আলম, ফেরদৌস আরা, কনকচাঁপা, রিজিয়া পারভীন, মনির খান, কোনাল, ইমরান ও ঝিলিক।

অনুষ্ঠানে দেশবরেণ্য বেশ কয়েকজন দম্পতিকে আমন্ত্রণ জানানো হয়। তারা হলেন ব্যারিস্টার রফিক-উল হক, রেহমান সোবহান, আবুল মাল আবদুল মুহিত, মাহফুজ আনাম, আবুল হায়াত, হাসানুল হক ইনু, ব্যারিস্টার নাজমুল হুদা, সাবির মোস্তফা। তারা একে একে মঞ্চে এসে মহানায়ক সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন।

চ্যানেল আইয়ে আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় প্রচার হবে ‘উত্তম গান’। এর আগের দিন একই সময়ে থাকছে অনুষ্ঠানটির ‘বিহাইন্ড দ্য সিন’।

বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।