ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চাঁদ উঠলেই জলের গান আর গানপাগল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
চাঁদ উঠলেই জলের গান আর গানপাগল

আগামীকাল শাওয়াল মাসের চাঁদ উঠলেই ‘ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গাইবে জনপ্রিয় ব্যান্ড জলের গান আর গানপাগল। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে এর চিত্রায়ন হয়েছে।

নির্মাণ করেছেন অনন্যা রুমা। গানটি ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে চ্যানেল আইতে প্রচার হবে।

চ্যানেল আইতে গত কয়েক বছর ধরে চাঁদরাতে ভিন্ন আয়োজনে প্রচার হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি। এর আগে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মমতাজের মতো দেশসেরা শিল্পীরা গানটি গেয়েছেন।



বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।