ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

গান আর ক্যাঁচালে সুমন সাহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
গান আর ক্যাঁচালে সুমন সাহা

সুমন সাহা সংস্কৃতি চর্চা করেন। পেমায় দেশ টিভির জ্যেষ্ঠ প্রযোজক।

চ্যানেলটির দায়িত্ব হিসেবে এবারের ঈদেও নানা স্বাদের অনুষ্ঠান নির্মাণ করছেন তিনি। এর মধ্যে ঈদের দিন বিকেল ৩টায় সরাসরি থাকছে ‘এত সুর এত গান’। চল্লিশ দশকের জনপ্রিয় গান নিয়ে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। এতে অংশ নেবেন সংগীতশিল্পী শারমিন সাথি ময়না ও বিজন মিস্ত্রী।

ঈদের পরদিন রাত ৯টা ৪৫ মিনিটে সুমন সাহার প্রযোজনায় ‘কল-এর গান’-এ সরাসরি গাইবেন পন্ডিত অজয় চক্রবর্তী। উপস্থাপনায় তানিয়া হোসাইন।

ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘ক্যাঁচাল অ্যায়ার্ড’। এতে অংশ নিয়েছেন ১৫ জন শিল্পী। তারা হলেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী, শাহনাজ খুশি, রুনা খান, অভিনেতা ডা: এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, সংগীতশিল্পী পারভেজ, জয়, পুতুল, উপস্থাপিকা নাবিলা, সামিয়া, তানিয়া হোসেন, পরিচালক রেদওয়ান রনি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও ইফতেখার আহমেদ ফাহমি। সৈয়দ তানিমের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সুমন সাহা।

বাংলাদেশ সময় : ১৯৪২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।