ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চট্টগ্রামে অনুপম রায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
চট্টগ্রামে অনুপম রায় অনুপম রায়

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী আবার বাংলাদেশে আসছেন। এবার চট্টগ্রামে সংগীত পরিবেশন করবেন তিনি।

অনুপমের সঙ্গে আসছেন ওপারের গায়িকা পরশমিতা পল এবং সংগীত পরিচালক ডাব্বু।

আগামী ২৯ আগস্ট এস.এস. খালেদ সড়কের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে হবে এই কনসার্ট। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ছড়াবে সুরের মূর্ছনা। এর আয়োজন করেছে তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিরক দাশগুপ্ত।

ভারতের বাংলা ছবির পাশাপাশি বলিউডের ‘পিকু’ ছবির জন্যও গান তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন অনুপম। এর আগে ঢাকায় কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে এসেছিলেন তিনি।



বাংলাদেশ সময় : ১৫২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।