ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ছাড়পত্র পেলো শাহেদ-আরজু-আইরিনের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ছাড়পত্র পেলো শাহেদ-আরজু-আইরিনের ছবি

শাহেদ, আরজু আর আইরিন একসঙ্গে অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতে। তারাই এর মূল তিন পাত্রপাত্রী।

আশার খবর হলো, এটি কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। গত ১৬ জুলাই সন্ধ্যায় এ তথ্য জানান সেন্সর বোর্ড সদস্য চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসিরউদ্দিন দিলু এবং বাচসাস সভাপতি আবদুর রহমান। সেন্সর বোর্ড সদস্যরা এর প্রশংসা করেছেন।

সাইফ চন্দনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর। নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন শামীম আলম।

ছবিটিতে গান রয়েছে মোট ছয়টি। এগুলোতে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি, ইমরান, কনা, লিজা, কিশোর, বেলাল খান, নওমী ও মোহনা। গান লিখেছেন অনুরুপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, সুদীপ কুমার দীপ ও সোমেশ্বর অলি।




বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।