ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কারিনার মা হওয়ার পরিকল্পনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
কারিনার মা হওয়ার পরিকল্পনা কারিনা কাপুর খান

বিয়ের তিন বছর হতে চললো, এতোদিনে মা হওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেন কারিনা কাপুর খান। তবে এখনই নয়।

আরও দুই-তিন বছর পর সন্তান চান বলিউডের এই অভিনেত্রী।

কারিনার নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘পরিষ্কার করে বলছি, আপাতত এখন সন্তান নিয়ে কোনো পরিকল্পনা নেই। তবে একদিন অবশ্যই মা হবো। কিন্তু আরও দুই-তিন বছর নয়। এটা এখন ভাবছি না একেবারেই। ’

পাঁচ বছর মন দেওয়া-নেওয়ার পর ২০১২ সালের অক্টোবরে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। এরপর সব ধরনের ছবিতেই কাজ করা অব্যাহত রেখেছেন তিনি। এ প্রসঙ্গে ৩৪ বছর বয়সী এই তারকার ভাষ্য, ‘বিয়ের পরও বিনোদনমূলক মানসম্পন্ন কাজের পাশাপাশি বাণিজ্যিক ছবিতেও ছবিতে কাজ করেছি। এই সামঞ্জস্য বজায় রাখা কঠিন। এই নিরীক্ষা অব্যাহত রাখবো। তবে সব ধরনের কাজ করা একজন অভিনেত্রীর জন্য গুরুত্বপূর্ণ। ’

রণধীর কাপুর ও ববিতার মেয়ে কারিনা বলিউডে আছেন ১৫-১৬ বছর ধরে। এই পথচলায় অনিল কাপুরের স্ত্রী (বেওয়াফা) থেকে শুরু করে এই প্রজন্মের অর্জুন কাপুরের প্রেমিকার (আর. বালকির আগামী ছবি) চরিত্রে কাজ করছেন তিনি। বলিউডের খান সাম্রাজ্যের তিনজনের সঙ্গেই দেখা গেছে তাকে। তার কথায়, ‘নিজের অবস্থান নিয়ে আমি শঙ্কিত নই। এতো বছর ধরে কাজ করে যেতে পারায় আমি খুশি। তরুণীদের জন্য আমি উদাহরণ হয়ে থাকতে চাই, যারা বিয়ের পরও ক্যারিয়ারকে ধরে রাখতে চায়। ’

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।