ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পর্তুগাল ও ফিজিতে আমন্ত্রিত ‘জালালের গল্প’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
পর্তুগাল ও ফিজিতে আমন্ত্রিত ‘জালালের গল্প’

তরুণ নির্মাতা আবু শাহেদ ইমনের প্রথম চলচ্চিত্র ‘জালালের গল্প’ পর্তুগাল ও ফিজিতে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে। এর মধ্যে ফিজির রাজধানী সুভাতে ১৭ জুলাই ষষ্ঠ ফিজি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রপতি রাতু ইপেলি নাইলাতিকাউ।



ফিজি সরকারের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বছর ২৯টি দেশ থেকে ২০৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। এটি শেষ হবে আগামী ২৩ জুলাই।

এদিকে পর্তুগালে আগামীকাল বুধবার (২২ জুলাই) শুরু হবে ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৬ জুলাই পর্যন্ত। এর মূল প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ‘জালালের গল্প’।  

ছবিটি গত বছরের অক্টোবরে ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পেয়েছে এবং উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার করেছিলো। পরের মাসে ভারতের গোয়ায় ৪৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) প্রথমবারের মতো আয়োজিত ‘অ্যা উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা’ বিভাগে একমাত্র বাংলাদেশি ছবি হিসেবে প্রদর্শনের জন্য মনোনীত হয় এটি।

এ বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত সপ্তম জয়পুর চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে ‘জালালের গল্প’র জন্য সেরা নবাগত নির্মাতার পুরস্কার পান আবু শাহেদ ইমন। এ ছাড়া গত এপ্রিলে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ছবিটি।

বিনা কর্তনে সেন্সর পাওয়া ‘জালালের গল্প’ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তির দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান নির্মাতা। ছবিটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমি হামিদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস। সংগীত পরিচালনায় চিরকুট।



বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।