ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ব্যবসায় রেকর্ড হওয়ায় ‘অগ্নি-৩’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
ব্যবসায় রেকর্ড হওয়ায় ‘অগ্নি-৩’

ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি ২’ মুক্তির প্রথম দিনেই দুই কোটি দশ লাখ টাকার ব্যবসা করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, এটা দেশীয় ছবির ইতিহাসে নতুন রেকর্ড।

এর আগে কোনো ছবি প্রথম দিনে এতো টাকার ব্যবসা করেনি।

মুক্তির পরদিন ছবিটি ঘরে তুলেছে এক কোটি আশি লাখ টাকা। ঈদের তৃতীয় আর চতুর্থ দিনেও এটি দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্স, সনি, মধুমিতা এবং ঢাকার বাইরে যশোরের মনিহার, খুলনা, গাজীপুর, চালা, টাঙ্গাইল, শেরপুরসহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সব মিলিয়ে ‘অগ্নি’র ব্যবসাকেও টপকে গেছে ‘অগ্নি-২’।

‘অগ্নি-২’ ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। এ ছাড়া নতুন যুক্ত হয়েছেন কলকাতার ওম, বলিউডের আশীষ বিদ্যার্থী, অমিত হাসান, টাইগার রবি প্রমুখ।

এদিকে অভাবনীয় ব্যবসার ফলে ‘অগ্নি’ সিরিজের তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। নিজের ফেসবুক পেজে তিনি বলেন, ‘অগ্নি ৩ আসছে!’



বাংলাদেশ সময় : ১৪০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।