ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সংসার নিয়ে মুখ খুললেন শ্রেয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
সংসার নিয়ে মুখ খুললেন শ্রেয়া শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল

বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন শ্রেয়া। ফেসবুকে স্বামীর সঙ্গে ঘুরে বেড়ানোর ছবিও দিয়েছেন তিনি।

৩১ বছর বয়সী এই গায়িকা বলেছেন, ‘বিয়ের পর খুব সুখে আছি। কিছুই পাল্টায়নি। সবকিছু আগের মতোই আছে। ’

এ বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রেয়া। তার জীবনসঙ্গী হিপকাস্ক ডটকমের প্রতিষ্ঠাতা।

এদিকে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে সেরার সেরা বাঙালি পুরস্কার পেলেন শ্রেয়া। আমেরিকায় পঞ্চমবারের মতো গিয়ে এই সম্মাননাও গ্রহণ করেছেন তিনি। এই সফরে ওয়াশিংটন, লসঅ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকো, সিনসিনাটি এবং ট্যাম্পায় গাইবেন ভারতীয় এই গায়িকা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।