ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার জন্য রাতভর বিমানবন্দরে রণবীরের অপেক্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
দীপিকার জন্য রাতভর বিমানবন্দরে রণবীরের অপেক্ষা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

লন্ডন থেকে ফিরে গত সোমবার (২০ জুলাই) মুম্বাই বিমানবন্দরে নেমেছেন দীপিকা পাড়ুকোন। তিনি জানতেন না সামনে কি চমক অপেক্ষা করছে।

বাইরে বেরোতেই রণবীর সিংকে দেখে থ বনে যান বলিউডের এই অভিনেত্রী। তাকে চমকে দিতে একগুচ্ছ গোলাপি ফুল নিয়ে বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে ছিলেন রণবীর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি প্রেক্ষাগৃহে রাত ১টা পর্যন্ত ছবি দেখে রণবীর চলে যান বিমানবন্দরে। এরপর প্রায় তিন ঘণ্টা পার্কিং জোনে গাড়িতে বসে দীপিকার অপেক্ষায় ছিলেন ৩০ বছর বয়সী এই তারকা। ভোর চারটায় অবশেষে হাজির হন তিনি। বলিউডের এই অভিনেতাকে দেখে তো আহ্লদে আটখানা হয়ে যান দীপিকা।

গুঞ্জন রয়েছে, আগামী বছর রণবীর-দীপিকার বাগদান হবে। তবে লোকমুখে ছড়ালেও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি দু’জনের কেউই। ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’র পর আবার তারা জুটি বেঁধেছেন সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে। এতে পেশোয়ার বাজিরাও চরিত্রে রণবীর আর মাস্তানির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এ ছাড়াও আছেন প্রিয়াঙ্কা চোপড়া।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।