ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের নাটকে ইমরুল কায়েস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
ঈদের নাটকে ইমরুল কায়েস ইমরুল কায়েস

টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ ইমরুল কায়েস অভিনয় করলেন। ‘ফুলকুমারী’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে।



গল্পে অবশ্য ইমরুলের চরিত্রটি ক্রিকেটারেরই। বিজরী বরকতউল্লাহ তার ভক্ত। একদিন তার সঙ্গে দেখা হওয়ার পর কথাবার্তার এক পর্যায়ে তার অটোগ্রাফ নেন বিজরী।

নাটকটিতে আরও আছেন ইন্তেখাব দিনার ও নাদিয়া আহমেদ। এটি লিখেছেন - রূপান্তর, পরিচালনায় জামালউদ্দীন জামিল। আগামীকাল বৃহস্পতিবার ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘ফুলকুমারী’।



বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।