ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ভিসার জন্য গিয়ে হিজাব পেলেন জ্যোতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
ভিসার জন্য গিয়ে হিজাব পেলেন জ্যোতি জ্যোতিকা জ্যোতি

ঈদের আগের কথা। দেশের বাইরে যেতে ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে ট্রাভেল এজেন্সিতে গিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি।

সেখানে এক মাওলানা ভাইয়ের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় টেবিলে কিছু হিজাব ছিলো বিক্রির জন্য। জ্যোতির অভিনয় ভদ্রলোক বেশ পছন্দ করেন। তাই তিনি একটি হিজাব উপহার দেন জনপ্রিয় এই অভিনেত্রীকে!

জ্যোতি বলেছেন, ‘কথাবার্তার এক পর্যায়ে জানতে পারি তার বাড়ি ময়মনসিং। আমার বাড়িও! ভদ্রলোক আমার অনেক নাটক দেখেছেন। তার কাছ থেকে হিজাব উপহার পেয়ে খুব ভালো লেগেছে। ’

এদিকে জ্যোতির নতুন ছবি ‘অনিল বাগচির একদিন’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম।  



বাংলাদেশ সময় : ২২৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।