ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ভারতের গুণী শিল্পীদের কাতারে অর্ণব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
ভারতের গুণী শিল্পীদের কাতারে অর্ণব অর্ণব / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হরিহরণ, কবিতা কৃষ্ণমূর্তি, জাভেদ আলী, জিৎ গাঙ্গুলী- ভারতীয় সংগীতাঙ্গনের এ চার জনপ্রিয় শিল্পীর সঙ্গে অর্ণবের নাম যুক্ত হলো। কীভাবে? তারা সবাই একই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন।



অনুষ্ঠানের নাম ‘গ্রেট মিউজিক গুরুকূল’। কালারস বাংলার সংগীত বিষয়ক রিয়ালিটি শো এটি। পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে নানা ঘরানার প্রতিযোগীরা অংশ নেন এ অনুষ্ঠানে।

এতে হরিহরণ, কবিতা কৃষ্ণমূর্তি, জাভেদ আরী ও জিৎ গাঙ্গুলীদের পাশে আসন পেতে অর্ণবও বসে গেছেন বিচারক হিসেবে। পাশাপাশি তিনি গানও গেয়েছেন।

কেমন লেগেছে? উত্তরে অর্ণব বলেছেন, ‘প্যানিক অ্যাটাক হচ্ছিলো তখন! বুঝতে পারছিলাম না, আমি কেনো এখানে! সবই হয়েছে ভক্তদের ভালোবাসা আর সমর্থনের জন্য। ’

অনুষ্ঠানটির দৃশ্যায়ন হয়েছে ডিআরআর স্টুডিওতে। সোম থেকে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় কালার্স বাংলায় প্রচার হয় ‘গ্রেট মিউজিক গুরুকূল’।



বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
জেএইচ/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।