ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে বিরাটের বাহুডোরে আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
প্রকাশ্যে বিরাটের বাহুডোরে আনুশকা আনুশকা ও বিরাট

আনুশকা শর্মা ও বিরাট কোহলি এতোদিন একসঙ্গে এদিক-ওদিক গেছেন চুপিসারে। তবে পাপারাজ্জিরা সেই শুরু থেকে তাদের পিছু লেগে আছে।

আর নয়, হাতে হাত ধরে প্রথমবার জনসম্মুখে এলেন আনুশকা-বিরাট।

ভোগ বিউটি অ্যাওয়ার্ডসে ভারতীয় ক্রিকেটার বিরাটের সঙ্গে দেখা গেছে আনুশকাকে। এখানে বিউটি অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন বলিউডের এই অভিনেত্রী। অনুষ্ঠানে তারা একে অপরের প্রশংসা করেন।

এদিন কালো স্যুট পরেছিলেন বিরাট। আর আনুশকা ছিলেন গৌরি ও নয়নিকার ডিজাইন করা হালকা লেবু রঙা গাউনে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।