ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

র‌্যাপার ড্যানিয়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
র‌্যাপার ড্যানিয়েল ড্যানিয়েল র‌্যাডক্লিফ

অভিনয়ে যে তিনি কতটা তুখড়, তা বলার অপেক্ষা রাখে না! কিন্তু র‌্যাপাটাও যে মন্দ করেন না, সেটা প্রমাণ করলেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার একটি পানশালায় গিয়েছিলেন হলিউডের এই অভিনেতা।

সঙ্গে ছিলেন তার প্রেমিকা ইরিন ডার্কও। বিয়ারের গ্লাস হাতে প্রেমিকার সঙ্গে চুটিয়ে গল্প করছিলেন ড্যানিয়েল। হঠাৎ মজ‍ার ছলে পানশালার মঞ্চে উঠে পড়েন অভিনেতা। কেউ কিছু বুঝে ওঠার আগেই একটা মাইক চেয়ে নিয়ে র‌্যাপ গাইতে শুরু করেন। মার্কিন র‌্যাপার এমিনেমের ‘দ্য রিয়্যাল স্লিম শ্যাডি’ গানটি। পুরো গান শেষ না করে মঞ্চ থেকে নামেননি তিনি।

ড্যানিয়েল র‌্যাডক্লিফের গাওয়া র‌্যাপসংগীতের ভিডিও:



বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।