ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

গিনেস বুকে ‘বাহুবলী’র পোস্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
গিনেস বুকে ‘বাহুবলী’র পোস্টার

ছবি মুক্তির আগে থেকেই একের পর এক রেকর্ড গড়েই চলছে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’। ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’ নিয়ে শুরু থেকেই চলছে শোরগোল।

মুক্তির দিন ‘বাহুবলী’র বুকিং-কিউ দেখে অনেকেই মনে করেছিলেন, এই বুঝি রেকর্ড ঘটলো! ব্যবসায় রেকর্ড তো হয়েছেই।

ছবিটি রেকর্ড করে ফেলেছে পোস্টারেও। সবচেয়ে বৃহৎ আকৃতির পোস্টার টাঙিয়ে ছবিটির নাম উঠেছে গিনেস বুকে।

৫০,০০০ বর্গফুটেরও বেশি দৈর্ঘ্য-প্রস্থসম্পন্ন এই পোস্টার গত ২৭ জুন কোচিতে টাঙানো হয়েছে। প্রভাস, রানা দাগ্গুবতি, তমন্না ভাটিয়া অভিনীত এই ছবির হিন্দি ভার্সনের উপস্থাপনায় আছেন কর্ণ জোহর।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুল‍াই ২৪, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।