ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নিজের শহরের সিনেমা হলে ইমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
নিজের শহরের সিনেমা হলে ইমন

ইমনের গ্রামের বাড়ি নরসিংদীতে। এই জেলার মমতা সিনেমা হলে প্রথমবার নিজের অভিনীত ছবির প্রচারণায় অংশ নিলেন তিনি।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এখানে হাজির হন জনপ্রিয় এই অভিনেতা।

মমতায় এখন চলছে ইমনের ‘পদ্ম পাতার জল’। এদিন সহশিল্পী বিদ্যা সিনহা মিমও ছিলেন তার সঙ্গে। এ ছাড়াও নরসিংদীতে যান ছবিটির কাহিনীকার ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী।

ইমন বললেন, ‘দেশের বিভিন্ন সিনেমা হলে ঈদের দিন থেকে বৃষ্টি উপেক্ষা করে ‘পদ্ম পাতার জল’ দেখতে হলমুখী হয়েছেন দর্শক। এজন্য সবাইকে ধন্যবাদ। এটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। দর্শকরা ছবিটি দেখে মুগ্ধ হওয়ার কথা আমাদের জানাচ্ছেন। আমাদের ছবি তাদের ভালো লেগেছে শুনে আমরাও আনন্দিত। ধন্যবাদ নরসিংদীর দর্শকদের!’



বাংলাদেশ সময় : ১৭৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।