ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অনুপস্থিত তারকাদের জন্য শহিদের পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
অনুপস্থিত তারকাদের জন্য শহিদের পার্টি

বিয়ের পর বলিউডের বাসিন্দাদের জন্য পার্টি দিয়েছিলেন শহিদ কাপুর। সেখানে অনেকে এসেছিলেন।

আবার কাজের ব্যস্ততায় কেউ কেউ আসতে পারেননি। যারা ইচ্ছা সত্ত্বেও যোগ দিতে অপারগ ছিলেন, এবার তাদের জন্য আরেকটি পার্টি দিলেন বলিউডের এই তারকা। এখানেও শুধু আমন্ত্রণ জানানো হয় তার কিছু বন্ধুবান্ধবকে। তাদের মধ্যে এসেছিলেন নির্মাতা করণ জোহর, সাজিদ নাদিয়াড়ওয়ালা ও অনুরাগ কাশ্যাপ।

জানা গেছে, পার্টিতে সবমিলিয়ে ছিলেন ১২-১৫ জন অতিথি। সাজিদ নাদিয়াড়ওয়ালা গিয়েছিলেন স্ত্রী ওয়ার্দাকে নিয়ে। করণ জোহরকে দেখা গেছে যথারীতি কালো রঙা স্যুটে। আর অনুরাগ সাদাসিধে পোশাকে।

গত ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতকে গুরগাঁওয়ে বিয়ে করেন শহিদ। ১২ জুলাই ছিলো তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ছিলেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, সোনম কাপুর, কঙ্কন‍া রনৌত, শ্রদ্ধা কাপুর, কৃতী স্যাননের মতো প্রথম সারির তারকারা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।