ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘মায়া’য় রানা ও পড়শীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
‘মায়া’য় রানা ও পড়শীর গান পড়শী ও এমএস রানা

‘ওগো বন্ধু, ওরে বন্ধু, ওরে বন্ধু আমার/জানি পথের শেষে দেখা হবে আবার’- এমন কথার একটি গান দ্বৈতকণ্ঠে গাইলেন এমএস রানা ও পড়শী। বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে নির্মাণাধীন ‘মায়া (দ্য লস্ট মাদার)’ ছবির জন্য তৈরি হলো এটি।

সুর করেছেন মুরাদ নূর, সংগীতায়োজনে মহিদুল মন।

এর কথা লিখেছেন মাসুদ পথিক। তিনি সরকারি অনুদানে ছবিটি পরিচালনা করবেন। এর আগে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনের তিনি নির্মাণ করেছিলেন সরকারি অনুদানের ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।

পড়শী এর আগে অনেক ছবিতে গেয়েছেন, তবে রানার এটাই প্রথম প্লেব্যাক। বিভিন্ন অডিও অ্যালবামে তার গাওয়া গান জনপ্রিয় হয়েছে। তিনি বলেন, ‘গানের কথাগুলো সহজ কিন্তু অসাধারণ। সুরটাও মেলোডিয়াস। সব মিলিয়ে এমন একটি গানের মাধ্যমে প্লেব্যাকে পথচলা শুরু করতে পেরে আমি খুশি। ’



বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।