ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করতে রাজি টাবু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিয়ে করতে রাজি টাবু টাবু

বয়সের কোঠা তিন বছর আগেই পেরিয়েছে চল্লিশের ঘর। তাই ‘বিয়ে করছেন কবে?’ প্রশ্নটা টাবুর পেছনে ছায়ার মতো লেগে থাকে।

অবশ্য এ নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি তার মধ্যে। অবশেষে বিয়ে করতে রাজি হলেন বলিউডের এই অভিনেত্রী।

টাবুর নতুন ছবি ‘দৃশ্যম’ মুক্তি পাবে শিগগিরই। এর প্রচারণামূলক অনুষ্ঠানেও যথারীতি বিয়ে নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে তাকে। উত্তরে তিনি বলেছেন, ‘হ্যাঁ, বিয়ে করবো। যখন যা হয় তাতে মানিয়ে নেওয়াটা আমি বিশ্বাস করি। সত্যি বলতে এখন জীবনকে তার মতো করে চলতে দেই। ’

তিনি আরও বলেন, ‘বিয়ে নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিয়েছি। যা হওয়ার তা কাল অথবা পরশু হবেই। আমার মনে হয়, এ নিয়ে ভাবা অর্থহীন। আমরা যদি কোনো কিছু নিয়ে পড়ে থাকি তাহলেই কিন্তু তা হয়ে যায় না। কিন্তু আমি অবশ্যই বিয়ে করতে চাই। মা হওয়া আর সংসার গড়ার বেলায়ও আমার আপত্তি নেই। ’

অন্য দেশে স্থায়ী হতে চান কি-না জানতে চাইলে টাবু বলেন, ‘কখনও না। লন্ডন কিংবা লস অ্যাঞ্জেলেসে গিয়ে কাজ করতে পারি। কিন্তু বিদেশে স্থায়ীভাবে থাকার কথা ভাবি না। অন্য দেশে পাড়ি জমানোর কোনো না কোনো কারণ লাগে। যদি তেমন কিছু হয় তাহলে আলাদা কথা। ’

নিশিকান্ত কামাত পরিচালিত ‘দৃশ্যম’-এ টাবুকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। এতে তার সহশিল্পী অজয় দেবগণ, রজত কাপুর, শ্রিয়া স্মরণ। এটি মুক্তি পাবে আগামী ৩১ জুলাই।

বাংলাদেশ সময় : ১২১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।