ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমে হাবুডুবু খাচ্ছেন রিয়ান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
প্রেমে হাবুডুবু খাচ্ছেন রিয়ান্না রিয়ান্না ও লুইস হ্যামিলটন

একজন গানের মানুষ, অন্যজন ক্রীড়াঙ্গনের। দুই ভুবনের দুই বাসিন্দা মিলে গেলেন একই মোহনায়, ভালোবাসায়।

কথা হচ্ছে রিয়ান্না আর ফর্মূলা ওয়ান রেসিং ড্রাইভার লুইস হ্যামিলটনকে নিয়ে। গুঞ্জন উঠেছে, ডুবে ডুবে জল খাচ্ছেন তারা। এ বছর অনেকবার চুপিসারে সময় কাটিয়েছেন দু’জনে। সর্বশেষ গত সপ্তাহে সারারাত এদিক-সেদিক ঘুরে বেড়িয়েছেন।

রিয়ান্নার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লুইসের সঙ্গে বারবাডোজের এই গায়িকা স্রেফ সময় কাটাচ্ছেন। এর বেশি ‍কিছু নয়! তারা আসলে বন্ধুর মতো। তবে শুরুতে বন্ধুত্ব থাকলেও সেটা যে প্রেমের ডানা মেলেছে তা নিয়ে জোর জল্পনা রয়েছে।

এ বছরের মে থেকে রিয়ান্না ও লুইস কাছাকাছি থাকছেন বেশি। দু’জনের ফাঁকা সময় মিলে যাওয়ায় সুবিধাও হয়েছে। মেট গালায় পাশাপাশি বসে আড্ডা দিয়েছিলেন তারা। এরপর থেকেই সখ্য গড়ে ওঠে তাদের মধ্যে।

লুইসের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, ২৭ বছর বয়সী এই গায়িকা শুধু যৌন আবেদনময়ীই নন, তিনি বেশ মজারও। যদিও একাধিক প্রেমিকের মন ভাঙার রেকর্ড আছে তার। তবুও তার প্রেমে মজে গেছেন ৩০ বছর বয়সী এই ব্রিটিশ খেলোয়াড়।

আগামী সেপ্টেম্বরে লুইসকে নিয়ে ব্রাজিলের রিও ডি জানেইরোতে আয়োজিত ‘রক টু রিও’ সংগীত উৎসবে আসার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন রিয়ান্না। তখন তার পরিবেশনা উপভোগের পাশাপাশি একান্তে সময়ও কাটাবেন লুইস।

হ্যামিল্টন এর আগে আরেক গায়িকা নিকোল শেরজিঙ্গারের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন। অন্যদিকে রিয়ান্নার সঙ্গে গায়ক ক্রিস ব্রাউনের সম্পর্ক ছিলো অনেকদিন। এরপর অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও আর সর্বশেষ ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমার সঙ্গে তার নাম জড়িয়ে মুখরোচক খবর বেরিয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।