ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে গিয়ে মাছ শিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
শুটিংয়ে গিয়ে মাছ শিকার

সারাদিন কি আর কাজ করতে মন চায়! ঢাকার বাইরে গেলে তো আরও না। মনটা একটু উদাস হয়, শরীর ছেড়ে দেয়, একটু পাতা ছুঁতে ইচ্ছে করে, হুল্লোড় করতে ইচ্ছে হয়।

তাই তো শুটিংয়ের ফাঁকে সালাহউদ্দিন লাভলু বলে বসলেন প্রাণ রায়কে, ‘চল মাছ ধরে আসি। ’

সঙ্গে আরফান আহমেদ। বড়শী হাতে তারা বেরিয়ে পড়লেন তিনজন। গতকাল রোববার (২৬ জুলাই) প্রাণ রায় ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তারা পুকুরপাড়ে। বড়শী দিয়ে মাছ ধরছেন। প্রাণ রায়ের হাতে দু’টি রুই মাছ।

প্রাণ বলছেন, ‘পুবাইলে চটের আগা নামে একটা জায়গা আছে। হাঁটুপানি পেরিয়ে আমরা ওখানে গিয়েছিলাম। যার পুকুর, তিনি আমাদের পরিচিত। খুব আনন্দ নিয়ে সবাই মিলে মাছ ধরেছি ওইদিন। ’

প্রাণ রায় ও আরফান অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলুর ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ার’ ধারাবাহিকে। লিখছেন মাসুম রেজা।

বাংলাদেশ সময় : ১৮৫০ ঘন্টা, জুলাই ২৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।