ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

টুইটারে আনুশকার হুমকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
টুইটারে আনুশকার হুমকি আনুশকা শর্মা

ভক্তদের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্যই সাধারণত সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করেন তারকারা। কিন্তু কিছু মানুষ অপ্রীতিকর মন্তব্য ও খেয়ালখুশি মতো ছবি পোস্ট করে।

তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন আনুশকা শর্মা। টুইটারে আজেবাজে মন্তব্যকারীদের জায়গা দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

গতকাল রোববার (২৬ জুলাই) এক টুইটে আনুশকা হুমকির সুরে বলেন, ‘আমার টুইটার অ্যাকাউন্টকে যতোটা সম্ভব ইতিবাচক রাখি। অনেকে এখানে ছাইপাঁশ নিয়ে গলাবাজি করেন। কেউ এমন করলে সোজা ব্লক করে দেবো। দায়িত্বজ্ঞানহীন কারও জায়গা হবে না এখানে। ’

বিভিন্ন বিষয়ে নিজের অভিমত জানানোর জন্যই মূলত টুইটার ব্যবহার করেন আনুশকা। কিন্তু সম্প্রতি অভিনেতা ঋষি কাপুর, অভিষেক বচ্চন, চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের মতো শিল্পীদের সামাজিক যোগাযোগের মাধ্যমে বাজে মন্তব্যের শিকার হওয়ার ঘটনায় সোচ্চার হলেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।  

এদিকে আনুশকার এই সিদ্ধান্তের কথা জেনে অমিতাভ বচ্চন রসিকতার সুরে টুইটারে লিখেছেন, ‘আমাকে ব্লক করার সাহস দেখিও না। অন্তত এটা ইতিবাচক। হা হা হা। ভালোবাসা নিও। ’ উত্তরে আনুশকা বলেন, ‘বচ্চন স্যার! হা হা হা, এটা করার প্রশ্নই আসে না। আমি জীবনেও এ কাজ করবো না। ’

আনুশকা এখন করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কাজ করছেন। এতে তার সহশিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর। এটি মুক্তি পাবে আগামী বছরের মাঝামাঝি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।