ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কারিনার প্রতি হতাশ ভক্তদের খোলা চিঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
কারিনার প্রতি হতাশ ভক্তদের খোলা চিঠি

রাজকুমার গুপ্তর থ্রিলার ‘সেকশন এইটি ফোর’ ছেড়ে দিয়ে সমালোচিত হচ্ছেন কারিনা কাপুর খান। এ নিয়ে কিছু ভক্ত হতাশার কথা জানিয়ে খোলা চিঠি লিখেছেন তাকে।

অবশ্য এর অনুযোগের উত্তরও দিয়েছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। বেবোর (কারিনার ডাকনাম) দাবি, চিত্রনাট্য পছন্দ না হলে কোনো ছবিতে কাজ করেন না তিনি।

কারিনার নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ রেকর্ড গড়া ব্যবসা করলেও এতে তাকে আলাদাভাবে চোখে পড়েনি বলে মন্তব্য ভক্তদের। এর পরিপ্রেক্ষিতে তারা চিঠির মাধ্যমে প্রিয় অভিনেত্রীর কাছে অনুযোগ তুলে ধরেছেন। তাদের বক্তব্য, বাজেট ও বক্স অফিস দেখেই বোঝা যায় এগুলোই কারিনার ক্যারিয়ারে বেশি গুরুত্বপূর্ণ। তার ওপর তিনি নানারকম চরিত্র নিয়ে নিরীক্ষা করেছেন। এটাও ভালো ফল দিচ্ছে না।

চিঠিতে ভক্তরা আরও মন্তব্য করেন, সাম্প্রতিক সময়ে কারিনার তেমন কোনো আলোচিত কাজ  নেই। এতেই বোঝা যায়, বিয়ের পর থেকে অভিনয়কে তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি।

কিন্তু ভক্তদের এসব অভিযোগ অস্বীকার করেছেন কারিনা। তার ভাষ্য, ‘বুঝতে পারছি না কেনো আমাকে নিয়ে এসব বলা হচ্ছে। যেসব চিত্রনাট্য পাচ্ছি তা পছন্দ হচ্ছে না বলেই অভিনয়ে রাজি হচ্ছি না। ’ যোগ করে নবাবপত্নী আরও বলেন, ‘হাতে একটা ছবিও যদি না থাকে, তবুও পছন্দমাফিক চিত্রনাট্য না পেলে কাজ করতে সম্মতি জানাবো না। ’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।