ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সেলফি তোলার ধৈর্য নেই ইলিয়েনার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
সেলফি তোলার ধৈর্য নেই ইলিয়েনার!

অভিনেত্রীরা এখন রোজ সেলফি তুলে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে দেন দিনভর। কিন্তু ইলিয়েনা ডি’ক্রুজ তাদের উল্টো।

নিজে তো খুব একটা সেলফি তোলেনই না, অন্যদের সেলফিতে থাকাও এড়িয়ে চলেন বলিউডের এই অভিনেত্রী।

সেলফির প্রতি ইলিয়েনা বিরাগভাজন কেনো? উত্তরটা তিনি দিয়েছেন একটি ঘটনার কথা উল্লেখ করে। ২৭ বছর বয়সী এই তারকা টুইটারে বলেন, ‘সেদিন হঠাৎ চোখে পড়লো, সেলফি তোলার জন্য একটি মেয়ে ১৫ মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছে। একটা ছবির জন্য কতো খাটনিই না হয়। ’ এরপর তিনি লিখেছেন, ‘বুঝতে পেরেছেন কেনো আমি সেলফি তুলি না। এই বাজে ধৈর্য আমার নেই!’

দক্ষিণী ছবি থেকে বলিউডে এসে রণবীর কাপুরের সঙ্গে ‘বরফি’ ছবিতে কাজ করে খ্যাতি পেয়েছেন ইলিয়েনা। এরপর ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায় তেরা হিরো’ আর ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।