ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মিলির মা হওয়ার অনুভূতি পর্দায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
মিলির মা হওয়ার অনুভূতি পর্দায়

কিছুদিন আগে মা হয়েছেন ফারহানা মিলি। তাই গর্ভকালীন বিভিন্ন সময়ের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগালেন তিনি।

‘উজান গাঙের নাইয়া’ নাটকে দেখা যাবে তার এই অভিনয়।

এটিএন বাংলায় প্রতি মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিকটি। মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিবিসির প্রযোজনায় বানানো হয়েছে এটি। আগামীকাল (২৮ জুলাই) রয়েছে এর চতুর্থ পর্ব।

নাটকটিতে নুরি চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। চার নম্বর পর্বে দেখা যাবে, নুরি তার স্বামী ইসমাইলকে জানায়, সে মা হতে চলেছে। খুশিতে অাত্মহারা ইসমাইল মনে মনে ভাবে যে ভুলের কারণে তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি, সেই ভুল দ্বিতীয়বার করবে না। ইসমাইল প্রতিজ্ঞা করে এবার সে গর্ভাবস্থায় নুরির দরকারি সব স্বাস্থ্য পরীক্ষা করাবে।

নুরি বুদ্ধিমতী একটি মেয়ে। পরিবারের সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখে সে। গর্ভকালীন সময়ে স্ত্রীকে ফেলে যেন সাগরে মাছ ধরতে না যায়, তা স্বামীকে বোঝায় সে। মিলি বলেছেন, ‘সবসময় যেমন কোমল চরিত্রে অভিনয় করেছি, নুরি কিন্তু একটু আলাদা। সে বলিষ্ঠ আর দৃঢ় মানসিকতার নারী। গর্ভকালীন চেহারায় যে পরিবর্তন আসে, নিজের অভিজ্ঞতা থেকে সেই অনুযায়ী সাজগোজও নিয়েছি। মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে নাটকটি সাধারণ মানুষের মধ্যে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করি আমি। ’

রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিষ সিনহার চিত্রনাট্য এবং বাশার জর্জিসের পরিচালনায় ‘উজান গাঙের নাইয়া’র দ্বিতীয় মৌসুমের পর্বগুলোতে আরও অভিনয় করেছেন রিয়াজ, চম্পা, তারিক আনাম খান, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, স্পর্শীয়া, তিতাস জিয়া, আফরোজা বানু, রিকিতা নন্দিনী শিমু, পুতুল, ফজলুল হক প্রমুখ।

এই নাটকের অভিনয়শিল্পী, গর্ভবতী মা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘নাটকের পরে’ এটিএন বাংলা প্রচার হয় প্রতি বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে।



বাংলাদেশ সময় : ২১০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।