ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চাচাত শ্যালকের প্রেমিকার প্রশংসায় সাইফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
চাচাত শ্যালকের প্রেমিকার প্রশংসায় সাইফ

রণবীর কাপুর নিজেকে নিশ্চয়েই ভাগ্যবান মনে করেন। কারণ ক্যাটরিনা কাইফকে সবাই প্রেমিকা হিসেবে চাইবে! এ মন্তব্য করেছেন কারিনা কাপুর খানের নবাব সাইফ আলি খান।

ক্যাটরিনার প্রেমিক রণবীর সম্পর্কে তার চাচাত শ্যালক। কারিনা আর রণবীর চাচাত ভাইবোন।

‘রেস’ ছবির পর আবার একসঙ্গে অভিনয় করলেন সাইফ-ক্যাটরিনা। তাদের নতুন ছবি ‘ফ্যান্টম’-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে অংশ নিয়ে ৪৪ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘ক্যাটরিনাকে প্রেমিকা, বাগদত্তা কিংবা স্ত্রী হিসেবে পেলে প্রত্যেকেই নিজেকে ভাগ্যবান মনে করবে। রণবীর আর ওকে দারুণ মানায়। ’

ক্যাটের প্রশংসা করে সাইফ আরও বলেন, ‘আমার সব সহশিল্পীর মধ্যে ও-ই সবচেয়ে সুন্দরী। বলিউডের বড় তারকাদের মধ্যেও অন্যতম সে। ‘রেস’ মুক্তির সময় নবীন ছিলো ক্যাট, এরপর প্রতিভার জোরে ও কঠোর পরিশ্রম করে ভারতের বড় তারকা হয়ে উঠেছে। পর্দায় দারুণ ব্যক্তিত্ব তৈরি করেছে ও। তার সঙ্গে সময় কাটালে বরাবরই ভালো লাগে। ও আরামদায়ক আর সৎ মানুষ। তাই ওর সঙ্গে কাজটা উপভোগ করি। আমার মনে হয়, আমাদের সমীকরণটা সহজ। ’

কবির খান পরিচালিত ‘ফ্যান্টম’-এর মাধ্যমে দুই বছর পর আবার অ্যাকশন ঘরানার ছবিতে ফিরলেন সাইফ। এটি মুক্তি পাবে আগামী ২৮ আগস্ট। সর্বশেষ ‘বুলেট রাজা’য় ধুন্ধুমার অ্যাকশনে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময় : ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।