ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হৃতিকের ফোন ধরেননি ফ্রিডা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
হৃতিকের ফোন ধরেননি ফ্রিডা! হৃতিক রোশন ও ফ্রিডা পিন্টো

হৃতিক রোশনের নাচ কাকেই না মুগ্ধ করে! সেই হৃতিকই ‘ডেজার্ট ড্যান্সার’ ছবিতে ফ্রিডা পিন্টোর নৃত্যশৈলী দেখে উচ্ছ্বসিত। প্রশংসা করতে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ তারকাকে ফোনও করেছিলেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)।

কিন্তু ফোনে সাড়া দেননি ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

টুইটারে পুরো ‘ডেজার্ট ড্যান্সার’ টিমের প্রশংসা করেছেন হৃতিক। ৪১ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘কেউ ছবিটা দেখেছেন? এর পরতে পরতে আছে আবেগ। আমার দেখা এক অবিশ্বাস্য ছবি এটা। কী দারুণ অভিনয়ই না করেছেন সবাই! পুরো টিমকে সাধুবাদ। ’
freida_pinto
ফ্রিডাকে আলাদাভাবে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন হৃতিক। ‘কৃষ’ তারকা টুইটারে জানান, ‘ফ্রিডার কাজ এককথায় অসামান্য! এর আগে কাউকে এভাবে নাচতে দেখিনি। ওকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছিলাম। কিন্তু ধরেনি। হয়তো এই বার্তাটা তার চোখে পড়বে। ’

‘ডেজার্ট ড্যান্সার’ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে গত বছরের জুলাইয়ে। রিচার্ড রেমন্ড পরিচালিত এ ছবিতে তুলে ধরা হয়েছে ইরানি তরুণ নৃত্যশিল্পী আফশিন গাফারিয়ানের সত্যি গল্প। ইরানে নাচ নিষিদ্ধ হলেও নৃত্যশিল্পী হওয়ার স্বপ্নপূরণ করতে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি। নৃত্য অ্যাকাডেমি গড়তে তার সঙ্গে যোগ দেয় এলাহি। এ চরিত্রে অভিনয়ের জন্য প্রতিদিন আট ঘণ্টা করে টানা ১৪ দিন নাচের তালিম নেন ফ্রিডা।

* ‘ডেজার্ট ড্যান্সার’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।