ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

এপিজে আবদুল কালামের নাম জানেন না আনুশকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এপিজে আবদুল কালামের নাম জানেন না আনুশকা! আনুশকা শর্মা

নাহ, আনুশকা শর্মার রেহাই নেই। বিতর্ক তাকে ছাড়বেই না।

একদিন আগেও ভক্তদের ‘বিরূপ’ মন্তব্যে বিরক্ত হয়ে টুইটারে বেশ ধমক দিয়েছিলেন তিনি। বিরূপ মন্তব্য সহ্য করবেন না, এমনকি ওই ধরণের মন্তব্যকারীকে ব্লক-ও করে দেবেন- এমন সব হুমকি ছিলো। কিন্তু একদিন পরই আবার বিতর্ক, বিরূপ মন্তব্যের ঝড়; টুইটারেই।

এবার আর বিরাট কোহলি ঘটিত কোনো কারণে নয়। অভিযোগ আরও বেশি গুরুতর। গোটা ভারত যখন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের শোকে কাতর, আনুশকা কি-না সেই সময়ে তাকে অপমান করলেন!

কীভাবে? এই মহান মানুষকে টুইটে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আনুশকা। তাতেই বিপদ ঘটিয়ে ফেলেছেন। এপিজে আবদুল কালামের নামটাই ঠিকমতো জানেন না তিনি! টুইটে প্রথম লেখেন, ‘এবিজে কালাম আজাদের মৃত্যুর খবরে শোকাহত। ’

এর পরপরই সমালোচনা ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভুল শুধরে আগের টুইট মুছে আনুশকা দ্বিতীয়বার শোক জানান। কিন্তু আবারও ভুল- ‘এপিজে কালাম আজাদ। ’ তৃতীয়বারে গিয়ে অবশ্য আনুশকা ঠিক নামটি লিখতে পেরেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।