ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার ফেরা নিয়ে প্রীতি যা বললেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ঐশ্বরিয়ার ফেরা নিয়ে প্রীতি যা বললেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রীতি জিনতা

পাঁচ বছর পর বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার প্রত্যাবর্তনের ছবি ‘জাজবা’র কাজ প্রায় শেষের দিকে।

এর মধ্যে বেরিয়েছে এর টিজার। এটি দেখে প্রাক্তন এই বিশ্বসুন্দরীর উচ্ছ্বসিত করলেন প্রীতি জিনতা।

ঐশ্বরিয়া আর অভিষেক দু’জনের সঙ্গেই প্রীতির অনেকদিনের বন্ধুত্ব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছবিটিতে তাকে চমৎকার লাগছে। বিয়ের পর অভিনেত্রীদের চাহিদা থাকে না কে বলে! ঐশ্বরিয়াই এর বড় উদাহরণ। ব্যক্তিগত ও পেশাদার দুই জীবনেই তিনি দারুণ। স্ত্রী এবং মা হিসেবেও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন তিনি। ’

বিবাহিতা অভিনেত্রীদের ক্যারিয়ার টেকসই না হওয়ার ধারণাটা সেকেলে বলে মন্তব্য করেছেন প্রীতি। তার ভাষ্য, ‘অ্যাঞ্জেলিনা জোলিকে দেখুন। বিয়ে ও মা হওয়ার পর ‘সল্ট’ ছবিতে টম ক্রুজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। শর্মিলা ঠাকুরের দিকেও তাকাতে পারেন। বিয়ে আর মাতৃত্বের পরই তার সেরা ছবিগুলো হয়েছে। ’

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’ মুক্তি পাবে এ বছরের ৯ অক্টোবর। এতে ঐশ্বরিয়াকে দেখা যাবে আইনজীবী চরিত্রে। তার সহশিল্পী হিসেবে আছেন ইরফান খান ও শাবানা আজমি।

বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।