ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘নিশীথে’র মনোরমার সাজে মুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
‘নিশীথে’র মনোরমার সাজে মুন জান্নাতুন নূর মুন

‘মেয়েটি অবিবাহিত; তাহার বয়স পনেরো হইবে’- ‘নিশীথে’ গল্পে এভাবেই মনোরমার পরিচয় দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হারান ডাক্তারের মেয়ে মনোরমা।

রবীন্দ্রনাথ লিখেছেন, ‘ডাক্তার বলেন, তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই। কিন্তু বাহিরের লোকের কাছে গুজব শুনিতাম- মেয়েটির কুলের কোন দোষ ছিলো। ’

টিভি পর্দায় এই মনোরমা হয়ে উঠছেন জান্নাতুন নূর মুন। তিনি ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিত। তাকে মনোরমা করে ‘নিশীথে’ গল্প নিয়ে তৈরি হয়েছে টিভি নাটক।

গল্পের নামেই নাটকের নাম। পরিচালনা করেছেন সতীর্থ রহমান। চিত্রনাট্যও তারই লেখা। শাহেদ শরীফ খান আর গোলাম ফরিদা ছন্দাও অভিনয় করেছেন এতে। আগামী ৭ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।