ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ফারিয়ার প্রেমী এখন ‘আশিকি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ফারিয়ার প্রেমী এখন ‘আশিকি’

‘প্রেমী ও প্রেমী’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। এ নামেই এতোদিন এর প্রচারণা হয়েছে।

দৃশ্যধারণ শেষ। মুক্তি পাওয়ার কথা কোরবানির ঈদে। এ সময়ে জানা গেলো ‘প্রেমী ও প্রেমী’ নয়, ছবিটির নাম হবে ‘আশিকি’।

নাম পরিবর্তনের তথ্যটি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খান। প্রতিষ্ঠানটি ‘আশিকি’র ব্যবসায়িক অংশীদার। তিনি বলছেন, ‘ সিনেমাটি আমরা নির্মাণ করছি ভারতের এসকে মুভিজের সঙ্গে। তারা নাম দিয়েছে ‘আশিকি’। আমরাও চিন্তা করলাম একই ছবির দুই রকম নাম হতে পারে না। ’ তাই এই পরিবর্তন।

‘আশিকি’ পরিচালনা করেছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও কলকাতার অশোক পাতি। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে আছেন ওপারের অঙ্কুশ। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।