ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

এক ছবির জন্যই কতো কিছু শিখছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এক ছবির জন্যই কতো কিছু শিখছেন কঙ্গনা কঙ্গনা রনৌত

ব্যালে ড্যান্সিং, তলোয়ার যুদ্ধ আর ঘোড়ায় চড়া শিখছেন কঙ্গনা রনৌত। সবই একটি ছবির জন্য।

নাম ‘রঙ্গুন’। পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ। এতে মঞ্চঅভিনেত্রী জুলিয়ার ভূমিকায় দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে।

‘কুইন’ আর ‘তনু ওয়েডস মনু’ ছবি দুটির সুবাদে অভাবনীয় সাড়া পেয়েছেন কঙ্গনা। তাই তার প্রতি প্রত্যাশাও গেছে বেড়ে। এটা বেশ ভালো বুঝতে পারছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

এরই মধ্যে নিউইয়র্কের ব্রডওয়ে প্রযোজনা দুই সপ্তাহ সামনে থেকে পর্যবেক্ষণ করেছেন কঙ্গনা। এখন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে নিয়ে আসা একজনের কাছে ব্যালে নৃত্য শিখছেন তিনি। এ ছাড়া কয়েকটি দৃশ্যের প্রয়োজনে তরবারি চালানো শেখাতে তার জন্য কেরালা থেকে আনা হয়েছে একজনকে। আর তাকে ঘোড়ায় চড়া শেখাচ্ছেন জয়পুরের একজন।

‘রঙ্গুন’-এ কঙ্গনার দুই সহশিল্পী সাইফ আলি খান ও শহিদ কাপুর। এর দৃশ্যধারণ শুরু হবে চলতি বছরেই।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।