ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে দিতির বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
হাসপাতাল থেকে দিতির বার্তা দিতি / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এখন হাসপাতালে। ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি) ভর্তি আছেন তিনি।

তার অসুস্থ্যতার খবরে সহকর্মীরা তো অবশ্যই, ভক্তরাও উদ্বিগ্ন। হাসপাতাল থেকে দিতি ভক্তদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন। দিতির হয়ে ফেসবুকের মাধ্যমে এ বার্তা ছড়িয়ে দিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী।

তিনি বলেছেন, ‘প্রিয় বন্ধু, সহকর্মী ও ভক্তরা, আমি জানি আমাকে না দেখে তোমরা বেশিদিন থাকতে পারো না। এ জন্য তাড়াতাড়ি ভালো হয়ে এসে একটা কাচ্চি বিরিয়ানির পার্টি দেবো। এখানে আমি ভালো আছি। মনে হচ্ছে পাঁচ তারকা হোটেলে ছুটি কাটাতে এসেছি। দিনে হাজারটা ইনজেকশন দেয়, খালি এটাই বিরক্ত লাগে। ডাক্তার বলেছে আমার ব্রেনে ছোট্ট একটা টিউমার হয়েছে। এমন চিন্তার কিছু নেই। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। খালি ওটাই মাথা থেকে ফেলতে পারলে হয়। ’

দিতির আশা, ‘আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি মজা করতে চলে আসবো ইনশাল্লাহ। ততোদিন পর্যন্ত ধৈর্য ধরো আর দোয়া করো। আমার ওপর তোমাদের এতো দোয়া! কিছু হবে না ইনশাল্লাহ। খালি দোয়া করো। তোমরা ভালো থেকো, আমারও ভালো থাকার জন্য দোয়া করো। আল্লাহ আমাকে এতো ভালো মানুষদের সঙ্গে মেশামেশা করার তাওফিক দিয়েছে! যারা আমাকে এতো ভালোবাসো, ধন্যবাদ তাদেরকে। সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘন্টা, জুলাই ২৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।