ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দিতির সফল অস্ত্রোপচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
দিতির সফল অস্ত্রোপচার দিতি / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সফলভাবেই সম্পন্ন হয়েছে দিতির অস্ত্রোপচার। আজ বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি) তার অস্ত্রোপচার হয়।

বাংলানিউজকে এ খবর জানিয়েছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী।

তিনি বলেন, ‘ডাক্তার বলেছেন, মা এখন আশংকামুক্ত। তার মস্তিষ্কের কোনো ক্ষতি হয়নি। তিনি এখন অচেতন অবস্থায় রয়েছেন। আগামীকাল বিকেলের মধ্যেই মায়ের জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন। ’

এর আগে চিকিৎসার উদ্দেশ্যে গত ২৫ জুলাই ঢাকা ছাড়েন দিতি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।