ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

এ কি পোশাক পরলেন লোপেজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এ কি পোশাক পরলেন লোপেজ! জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ যে পৃথিবী নামক গ্রহে যৌন আবেদনময়ী নারীদের মধ্যে অন্যতম তা নিয়ে দ্বিমত নেই কারও। নিজের ৪৬তম জন্মদিনে আরেকবার তা প্রমাণ করলেন তিনি।

গত ২৪ জুলাই তার পরা স্বচ্ছ কালো রঙা পোশাক সমালোচিতও হচ্ছে ব্যাপকভাবে। এটা দেখেই অনেকের মুখ থেকে বেরিয়ে এসেছে, ‘এ কি পোশাক পরলেন লোপেজ!’

কাটা-কাটা পোশাকটিতে লোপেজের লিকলিকে শারীরিক গড়ন ফুটে উঠেছে পুরোপুরি। তার নিন্দুকরা তো বলে বসেছেন, এটা নাকি মোজা পোশাক! অবশ্য প্রশংসাও পাচ্ছেন মার্কিন এই গায়িকা-অভিনেত্রী। তার স্বদেশি কিম কারদাশিয়ান টুইটারে লিখেছেন, ‘মাথা ঘুরিয়ে দিলেন জেলো! কি আকর্ষণীয়ই না লাগছে তাকে। তিনিই আমার চিরদিনের আদর্শ। ’

নিউইয়র্কের হ্যাম্পটনসের টেনএকে ক্লাবে জন্মদিনের পার্টি দিয়েছিলেন লোপেজ। এখানে তার সঙ্গী ছিলেন প্রেমিক ক্যাসপার স্মার্ট। যদিও মাঝে তাদের সম্পর্কে ভাঙনের কথা শোনা গিয়েছিলো। তবে ২৮ বছর বয়সী এই নৃত্যশিল্পী বলেন, ‘আমরা এখন দারুণ আছি। একে অপরের সান্নিধ্য উপভোগ করছি। ’

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।