ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সর্বকালের সেরা স্ত্রী হয়ে দেখাবেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
সর্বকালের সেরা স্ত্রী হয়ে দেখাবেন প্রিয়াঙ্কা! প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্বসুন্দরী খেতাব জিতেছেন। অভিনয়ে গড়েছেন ঈর্ষণীয় ক্যারিয়ার।

গানেও কুড়িয়েছেন প্রশংসা। এবার সংসার জীবনে সেরা স্ত্রী হয়ে দেখাতে চান প্রিয়াঙ্কা চোপড়া। এক সাক্ষাত্কারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এ কথা বলেন তিনি।

নিজেকে তারকা কিংবা অভিনেত্রী হিসেবে দেখেন না বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা। তাহলে তার ভাবনা কী? ৩৩ বছর বয়সী এই শিল্পীর উত্তর, ‘সফল মানুষ হিসেবেই দেখি নিজেকে। সম্ভবত স্ত্রী হিসেবেও সফল হবো। আর আমি সর্বকালের সেরা স্ত্রী হতে চাই!’

মার্কিন টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’ নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রিয়াঙ্কা চোপড়ার। এর মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হচ্ছে তার। এদিকে সঞ্জয়লীলা ভানসালির ‘বাজিরাও মাস্তানি’র কাজও আছে। গানেও সময় দিচ্ছেন তিনি। এটি মুক্তি পাবে এ বছরের ১৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।