ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শেষবারের মতো উলভারিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
শেষবারের মতো উলভারিন

কমিকসের সুপারহিরো উলভারিনকে শেষ ছবিতে কেমন দেখতে চান দর্শকরা? সেটা জানতে চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে নতুন ছবির একটি পোস্টার প্রকাশ করেছেন হিউ জ্যাকম্যান। শেষবারের মতো উলভারিন সাজার আগে ভক্তদের কাছে বিভিন্ন ‍আইডিয়া চেয়েছেন তিনি।



২০০০ সাল থেকে উলভারিন চরিত্রে অভিনয় করছেন জ্যাকম্যান। শেষবার এ চরিত্রে কাজ করার আগে আবেগপ্রবণ হয়ে উঠেছেন তিনি। ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা বলেছেন, ‘শেষবারের মতো উলভারিন হয়ে ধারালো থাবা বসাবো। আগামী ছবিতে কী ঘটবে দেখতে চান? ৫০ কিংবা তার চেয়ে কম শব্দের মধ্যে লিখুন। যতোটা সম্ভব পড়বো। ’

শুধু উলভারিনকে নিয়ে এটি হবে তৃতীয় চলচ্চিত্র। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন আগেরটির নির্মাতা জেমস ম্যানগোল্ড। ২০১৭ সালে মুক্তি পাবে এটি। তার আগে অবশ্য ‘এক্স মেন: অ্যাপোক্যালিপস’-এ উলভারিন চরিত্রে হাজির হবেন জ্যাকম্যান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।