ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শেষ হচ্ছে ‘রেইন ফরেস্ট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
শেষ হচ্ছে ‘রেইন ফরেস্ট’

দেশ-বিদেশের জনপ্রিয় গান অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘রেইন ফরেস্ট’। এসএ টিভিতে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এটি।

১২৩ পর্বে এসে শেষ হচ্ছে এর প্রচার। শেষ পর্বটি প্রচার হবে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টায়।

গোটা পর্বে মোট ১৫টি সিরিজ ছিলো। শেষটি তৈরি হয়েছে ম্যাডোনার ‘জাস্টিফাই মাই লাভ’ গান অবলম্বনে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, ঈশানা, ইমতু রাতিশ, সাবেরী আলম ও দীপ্ত। ‘রেইন ফরেস্ট’-এর পরিচালক অনন্য ইমন বলছেন, ‘এটি শুধু একটি নাটক ছিলো না। এখানে তারকাদের মিলনমেলাও হয়েছে বলতে পারেন। ’

সজল, বিন্দু, আমিন খান, ফারহানা মিলি, কুসুম সিকদার, কল্যাণ, ভাবনা, নওশীন, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শখ, মেহজাবিন, মৌসুমী হামিদ, শাহেদ শরীফ খান, সাবেরী আলম, শাহেদ আলী সুজনও কাজ করেছেন এতে। ‘রেইন ফরেস্ট’-এর চিত্রনাট্য লিখেছেন হাবিব জাকারিয়া উল্লাস।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।